Site icon অপরাজিতা

শীতে ত্বক ময়শ্চারাইজার করার সময় মেনে চলুন এই সব নিয়ম,ঝলমল করবে আপনার ত্বক

শীতকালের সময় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রত্যেকদিনের স্কিন কেয়ার রুটিনে নিম্নলিখিত ৫ ধরনের প্রসাধনী রাখা যেতে পারে।

শীতের জেরে স্বাভাবিক ভাবেই প্রাকৃতিক জৌলুস হারিয়ে ফেলে ত্বক। তাই এই সময়ে প্রয়োজন বিশেষ ভাবে ত্বকের যত্ন নেওয়া। শীতকালে ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে ত্বক হয়ে পড়ে বেশি স্পর্শকাতর, খসখসে ও প্রাণহীন। শীতের জেরে প্রাকৃতিক উজ্জ্বলতাও হারিয়ে ফেলে ত্বক।

ত্বক পরিষ্কার রাখার জন্য হাইড্রেটিং ক্লিনজারই সবথেকে ভালো । এই ধরনের ক্লিনজার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট না করেই মুখ পরিষ্কার করতে পারে। তাই ক্লিনজার কেনার আগে হাইলুরনিক অ্যাসিড , সেরামাইড এবং গ্লিসারিন রয়েছে এমন ক্লিনজারই কিনতে হবে ।

শীতকালে ত্বকের আদ্রতা বজায় রাখতে একটু ভারী ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় । তাই ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে শিয়া বাটার, জোজোবা অয়েল রয়েছে এরকম ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

Exit mobile version