অপরাজিতা 3য় পর্ব,
সারাদিন বাসায় ফেরোনি। তুমি এখন যথেষ্ট বোঝ। এভাবে সারাদিন বাসার বাহিরে থাকা কি সোভা পায়?’ প্রিয়তা মাথা নিচু করে রইল। উত্তর দিলো না। জাহিদ দীর্ঘশ্বাস ফেলল। পরপর বলল, ‘তাহলে তোমার মামি আমাকে যা কিছু বলেছে সব সত্যি? তুমি সত্যিই কারো কথা শুনছ না?’ প্রিয়তা এবারো কোনো কথা বলল না। তার ভিষণ অভিমান হলো। সে তো…