শূন্যতা (৩য় পাট)
এই তুমুল ঝড়েও এমন পাগলামির মানে হয় কোনো।ছেলেটা যে দিন দিন বেহায়াপনার সীমা ছাড়িয়ে যাচ্ছে অন্তি এই দুঃখে জীবন ত্যাগ করে দিতে পারলেও বেশ হতো। এতো জোড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। তবুও অন্তিকে একচুলও নড়তে দিচ্ছেনা আরশান। কি চায় ও ঠাডা পরে মরুক দুজন নাকি প্রচন্ড ভয়ে শক্ত করে জড়িয়ে ধরবে অন্তি। হুহ জীবনেও ধরবে না। পরুক…